ঘুমই আসে না স্বপ্ন দেখব কি?
আসলে ঘুম বিক্রি করেই,
স্বপ্ন কিনতে হয় আমাদের।
রাত থেকে অপেক্ষা করতে করতে
নিরাশ হয়ে ভোরে ঘুম আসে।
ছোটো ছোটো স্বপ্নরা সব,
দরজায় এসে অপেক্ষা করে
আমি ঘুমিয়ে পড়ি ওই সময়
তখন স্বপ্ন আসে না।
রাগ করে চলে যায়
কাল ঘুম আসে তখন।
পরিতৃপ্ত স্বপ্নহীন নিদ্রা।
ওরা দিনের বেলা আসে না।
ওরা দিনে ঘুমায়। স্বপ্ন।
দিনের বেলায় লক্ষ্মী পেঁচায়
চেপে নীল আকাশটাকে
চুপি চুপি ডাকে।
বলে এসো আমরা স্বপ্ন দেখি।
স্বপ্নরা স্বপ্ন দেখে দিনে।
ওই যে কদম গাছের তলায়
কোটরে সব স্বপ্নেরা লুকিয়ে পড়ে ভয়ে।
যদি কেউ ডাকে ঘুমের ঘোরে।
আসলে কচি কচি সব স্বপ্ন।
অল্পতেই ঘুম এসে যায় তাদের।
আসলে ছোট স্বপ্ন -
এই আজ যদি একটু মাংস দিয়ে ভাত টা হতো।
বউকে একটা সিনেমা দেখাতে পারতাম?
আজ যদি দুটো পয়সা বেশী পেতাম।
ছোট তো তাই ঘুমিয়ে পড়ে সহজে।
বড় স্বপ্নতো দেখি না।
===