শোনো -
আমি কাব্যকে বললাম  
সাহিত্যকেও বললাম
কবি জীবনের কথা -
একটা জবরদস্ত কবিতা চাই।
একটা সুন্দর ছন্দ চাই।
দেখব কোন দৃষ্টিভঙ্গীতে
কাব্য আর সাহিত্য
কবিতা লেখেন।
কোনো বিষয় কি এখনো খালি আছে
এখনো?
কবিগুরু রবীন্দ্রনাথ
জীবনানন্দ দাশ
নজরুল ইসলাম
আরো কত কবি -
এনারা কি ফাঁকা রেখেছেন?
কোনো বিষয়?
না রাখেনি -
তবে?
কোন বিষয় কে সামনে রেখে -
তারতম্য হতেই পারে।
ভুল ত্রুটি হতেই পারে।
সাধু চলিত মিশতে পারে।
ছন্দ দন্দ্ব মিলেতে পারে -
আকাশ বাতাস ফুল পাখি
নীল সবুজ জল নৌকা
স্বপ্ন অতীত ভবিষ্যৎ সব
ওনাদের অধিকারে-
সাহিত্য তুমি দেখাও কেরামতি
কাব্য তুমি লাগাও ছন্দ
বলছি পারবেন না-
অত সহজ নয়?
পদে পদে বিপদ -
লিখেছ কি ব্যস।
এটা তো উমুক জনের উমুক কবিতা।
তবে?
অন্ধকার আলো -সূর্য চাঁদ তারা,
দিশাহারা -
তাই কি না?
===