তারে খুঁজি
দেবপ্রসাদ জানা
   ২.৬.২০২১


যুদ্ধের গর্জনে শত্রু,তোলে তরবারি।
বিদ্রোহ করেছে মন,নিজের হৃদয়ে।
প্রতিবাদী কন্ঠস্বর, প্রাণ মন হারি।
মহাসৃষ্টির অন্তরে, পসরা সাজিয়ে।


বিদ্রোহের গন্ধ মন,পেয়েছিল আগে
সর্বগ্রাসী কুহেলিকা,অমর- অব্যয়।
ক্ষুদ্রকায় মৃত্যভয়,মন মাঝে জাগে,
শ্মশাণে চিতার ঘ্রাণে,হয়েছে প্রত্যয়।


দেহের আহুতি হোক,চিতার আগুনে
বিষের বাঁসি বাজুক,অলিন্দের নিচে।
বাঘবন্দী খেলা করে,বসন্ত - ফাগুনে।
প্রেমহীন চিতাভস্ম,ফিরিয়ে দিয়েছে।


যৌবনের নেশা লেগে,বিকশিত ফুল
চিরন্তন ভালোবাসা,আবেগে আকুল।