তারপর
দেবপ্রসাদ জানা


তারপর বৃষ্টি নামে,গভীর জঙ্গলে।
ভিজে যায় হৈমন্তীর,কিশোরী শরীর।
জঙ্গলের পথ ধরে,বাড়ি ফেরে বলে,
দেরি হলেই মা হয়,অনতি অস্থির।


একা একা অন্ধকারে,ঘন বৃক্ষ বনে।
কোনমতে সিক্তদেহ,খোলে অপিনদ্ধ।
কোথা হতে অলর্কের মতো,আগ্রাসনে।
আচম্বিতে হস্ত কার, কুচাগ্রে আবদ্ধ।


ষোড়শী হৈমন্তী কাঁদে,তীক্ষ্ণ বিদলনে।
অসহায় অনাবৃত,কিশোরী হৈমন্তী,
মুর্ছা যায় বেদনায়, অন্ধকার বনে।
মাতরিশ্বা বেগে এলো,পশু অগুনতি।


কে বলে জঙ্গলে শুধু,হিংস্র পশু ঘোরে।
আছে, মুক্ত জনারণ্যে ,গাঢ় অন্ধকারে।