।।তিন আঙুলে।।
দেবপ্রসাদ জানা
     ৯.৬.২০২০


তোমার তিন আঙুলে ধরা কলমটা
তখন ও সাদা কাগজে ছোঁয়া লাগেনি।  
লেখা হয়নি কিছুই। তবু ধরে আছো।
ঐ তিন আঙুলে তিন ভুবন। স্বর্গ মর্ত্য পাতাল।
তোমার ঐ আঙুল গুলো বড় চেনা।
ওখানে পাপ ওখানে পূণ্য আর ওখানেই শুন্য।
কখনো সত্য কখনো মিথ্যা কখনো স্বপ্ন দিয়ে গড়া বাস্তব।
ভবিষ্যতের -
হাতের চুড়ি গুলো নতুন কিছু বলার আগেই
কেঁদে ফেলে কলম, আমি বুঝিনি কেন?
ঐ তিন আঙুলে ধরা কলম ফুল ফোটায়
ঐ তিন আঙুলে ধরা কলম স্বপ্ন দেখায় জীবনের।
কবিতার ফুল ও ফুলের ভাস ঐ তিন আঙুলে।
আমি পাগল কিনা জানি না, প্রেমে পড়ে যাই।
ঐ তিন আঙুলে ধরা কলমটার।
সাদা পাতার ওপর ঝুঁকে থাকা কলম তখনো কাঁদে।
ফোটা ফোটা অশ্রু জলে কখন যে সাদা পাতায়
কবিতার বান আসে বুঝিনা । তবে আসে।
'কবিতাকে ভালোবেসে' শব্দ কানে কানে বলে যায়
ভালোবাসি তোমায়।।
আমি চিনেছি ঐ তিন আঙুল।  
ও গুলো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।