ঠিকানা
দেবপ্রসাদ জানা
    ১৮.৫.২০২১


পথের সঠিক কোনো ঠিকানা পাইনি
আনাচে কানাচে দেখি তারে বরাবর,
কখনো অস্পষ্ট ধোঁয়া,কখনো উজ্জ্বল।
ঝড়ের রাতে,আঁধারে,দাঁড়িয়ে জানালা
ধরে,চৌকাঠের পাশে,বা খাটের ধারে,
মাথার পেছন দিকে,অজান্তে অকালে।
শীতল জোছনা ঘেরা,আলোক বলয়ে
সে এসে দাঁড়িয়ে থাকে,নজর এড়িয়ে
অদৃশ্য অস্পষ্ট ছায়া,সারাদিন ঘোরে
কায়াসঙ্গী হয়ে,তার আত্মমগ্ন মায়া-
মহাস্তব্ধতায়,গ্রাস করে নিতে চায়-
প্রহর গোনার দিনে। এসেছ ধীবর
সামনে দীর্ঘ উত্তাল,প্রহর সমুদ্র
তরঙ্গোচ্ছাসে ধাবিত জীবনের দিকে,
কখনো দোলা দিয়েছে,কখনো অকুলে
ভাসিয়েছে দেহ,তল্তা বাঁশের ভেলায়।