।।ঠিকানায়।।
দেবপ্রসাদ জানা
০৩.০১.২০২১


তোমার শেষ ঠিকানা,কবে খুঁজে পাবো?
আমিতো রাখিনি লিখে,আমার খাতায়।
বলোনিতো প্রিয়তমা,আমি কবে যাবো,
শুধু চোখের আড়ালে,থাকি যন্ত্রণায়।


অহর্নিশ বাকরুদ্ধ, নীলকন্ঠ হয়ে।
কত যন্ত্রণার মাঝে,রই চিরকাল
বলার চেষ্টা করিনি,কোনদিন ভয়ে
উৎকন্ঠায় প্রত্যহ,কাটে আজকাল।


অশ্রু ধারা বয়ে যেত,নিঝুম আঁধারে
প্রহর কাটলে তুমি,চলে যেতে চাও।
অবাক চোখে থেকেছি চেয়ে,ঐ দুয়ারে
অসীম আকাশ থেকে,যদি ফিরে চাও।


আত্মক্ষতে ফেরাব না,মুখ কোনদিন।
পৃথিবী ফেরালো মুখ,তুমি উদাসীন।