।।তোমার চোখে জল।।
    দেবপ্রসাদ জানা
        ৮.৭.২০২০


তোমার চোখে জল দেখেছি শ্রাবনী।
ভালোবেসেছো আমায় কেন বলো নি।
লাল চেলির ফাঁক দিয়ে কাজল ধোয়া জল
পদ্মপাতার উপর দেখো করছে টলমল।


বিয়ের পরে বাবা মাকে ছেড়ে চলে যাওয়া,
সেই ব্যথার মধ্যে থাকে একটু খানি পাওয়া।
এ জল তো এমন নয় , শুধু আনন্দের
বিয়ের পরে সব পাওয়া হলুদ বসন্তের।


তোমার চোখে জল দেখেছি শ্রাবনী।
ভালোবাসি এ কথাটা কেন বলো নি।
কিছুটা না পাওয়ার বেদনা, তার জল।
কিছুটা না বলা কথায়, হৃদয় চঞ্চল।


ও চোখের কোনে অশ্রুবিন্দু,আমার দীর্ঘশ্বাস।
ও চোখের নোনতা পানি করে, আমার পরিহাস।


তোমার চোখে কোনে জল দেখেছি শ্রাবনী
তুমি আমায় ভালোবাসো বলতে পারো নি।
লোক চোক্ষুর অন্তরালে অশ্রু ঝরনায়।
আষাঢ়ের চোখে জল আসে কোন বেদনায়।