তোমার
...........          ............
বয়স হয়নি মেয়ের
তখনো দুই মাস
তখনো বলেনি ওরে
কি তুই চাস।।


তিনটে বছর বয়স যখন
তখন লড়াই  শুরু
মায়ের সাথে চলল মেয়ে
বুক করে দুরু দুরু |


ছোট্ট একটা মেয়ের পিঠে
হাজার ভাবনা।
মা বলল সাবধান ওরে
যেন পড়িস না।


খাবার টিফিন, জলের বোতল
আরো কতক বই।
বাপির পিঠে দে না তুলে
বাপি গেল কই।।


ডনবস্কো অ্যাডামাস নয়
বাগবাজারে যেটা।
কল্প লোকে স্বপ্ন বোনা
স্কুল নিবেদিতা।


স্বপ্ন দিয়ে স্বপ্ন পাওয়া
আকাশ ছোঁয়ার আশ।
করলো পুরণ ছোট্ট মেয়ে
হয়ে গেলাম দাস।।


ছুটছে মা ছুটছে বাবা
দেখছে পাড়ার লোকে।
সবার সেরা  মেয়ে আমার
শত্রু মরে শোকে।


বাড়ছে পড়া বাধন ছাড়া
সাধের মেয়ে টার।
বন্দী যেন পাখীটা মোর
মানছে নাকো হার।।


মাসের পর মাস গিয়েছে
বিরাম নেইকো মোটে।
নেইকো খেলা নেইকো মেলা
সুধু ই মার জোটে।


সবার আগে যেতে হবে
মনের মাঝে চাপ
এত চাপেও মেয়েটা দেখো
মারেনি তাও ঝাঁপ |


বুক ভরা দাও মুক্ত বায়ু
আর দিওনা চাপ।
অবাক হয়ে থেকো না চেয়ে
আমরা যে মা বাপ |


কৃতিকা আজ মুক্ত দেখো
সকল চাপের উপর।
ঝাঁপ দিয়ে আজ করল প্রমান
তোমরা যে তার পর।