।।তোমায় দেখে।।
দেবপ্রসাদ জানা
    ৭.৪.২০২১


তেমন করে আর কবিতা আসে না,
তুমি যে আর তেমন করে হাসো না।
কে যেন সেদিন বললে,তুমি শুকতারা হয়েছ।
সূর্য নাকি তোমাকে আদর করে,আলো দেয়?


তুমি মুক্তি চেয়ে ছিলে -
তাবলে লুকিয়ে চলে যাবে -
স্বাধীনতা। মুক্তি। কিসের মুক্তি?
আকাশও বন্দী, মহাশুন্যে-
মহানীলের জেলখানায়।
রোদ্দুর ও বন্দী মেঘের আড়ালে।
সূর্যের শিকলে বাঁধা।


আকাশ লড়াই জানে না,
প্রতিবাদ জানে না,
বিদ্রোহ বোঝে না-
মেঘের সঙ্গে তার বন্ধুত্ব ভালো।
পৃথিবীর হাতে হাত মিলিয়ে -
মাঝে মাঝে উড়ে যায় দিগন্তে,মহাশুণ্যে
রাগের বসে নীল হয়ে আছে,সর্বক্ষন।
আরো রোদ্দুরে ঝলসে যায়,
তবে মিঠে রোদ ভারি দুষ্টু,
হাসতে হাসতে কেমন যেন পুড়িয়ে মারতে চায়।
তুমি তার মিষ্টি কথায় ভুলে,নিজেকে মুক্তি দিলে?
তোমার মুক্তি কোথায় তুমি জানো?
তুমি বললে বটে,তোমার মন ভালো নেই,
আমি শুধু কবিতা নিয়ে থাকি,
তোমাকে ভুলে গেছি,
না গো তা নয়,তুমি তো আমার নিজের-
কবিতা গুলো সব,মন ছুঁয়ে,হারিয়ে যায়।
তাদের শব্দ গুলো ধরে রাখতে গিয়ে মনটা
আড়ালে চলে যায়,তোমাকে দেখেই তো-
আমার কবিতা লেখা,তুমি না হলে,
কেমনে লিখব কবিতা?