।। ট্রেন আজো থামেনি।।


আজো একটা ট্রেন এসেছিল শুভদ্রা
আমি গিয়েছিলাম ছাতা মাথায়
বৃষ্টি ভেজা রাতে,তোমার অগোচরে।
আলোকবর্তিকাকে পাথেয় করে
নিশ্ছিদ্র অন্ধকারে।
অসম্ভব তলিয়ে থাকি
অন্তরঙ্গ অন্ধকারময় স্তব্ধতার গানে।
আশ্চর্য এক বিষাদ প্রদাহে
অপেক্ষায় প্রহর গুনতে থাকি
ঐ কান্না ভেজা প্লাটফর্মে।
অক্ষি প্রদাহ জীর্ণ করে অন্তিমক্ষন অপেক্ষায়।
তবু প্লাটফর্ম চলতে থাকে
অসীম নিরবচ্ছিন্ন ঘুমপাড়ানি
গান শোনাতে শোনাতে।
ট্রেন থামে নি আজো।
একটাও কফিন প্লাটফর্ম ছোঁয়নি।
তুমি না বলছিলে আজ আসবে
আজ ফুল নিয়ে অপেক্ষা করবে তুমি
কই সেতো এলো না।
জাতীয় পতাকা মুড়ে যুদ্ধক্ষেত্র হতে।
প্রতিদিন নানান অছিলায় এই স্টেশনে
এই বরষায় আমি থেকেছি।
কি বলে তোমাকে আমি বোঝাব যে -
আজো আসেনি শুভদ্রা তোমার মনিকাঞ্চন।
তোমার সৈনিক।