না -
এখনো শেকড় গুলোকে মাটিতে গুঁজে দিতে পারেনি -
ভালো করে-
মেরুদন্ডটাকে সোজা করে উঠতে পারেনি -
জলের ভারে লুটিয়ে পড়ে এখনো -
ঠিক যেন ছোট্ট শিশুটি-
চলতে চলতে ঢুপ করে পড়ে যায় ঠিক তেমন।
চারা !
অঙ্কুরিত পালং-
মানুষের তো, পাশে মা থাকে
ওদেরতো মাও নেই-
পাশে
সবুজ একেবারে সবুজ-
তাও ওরা অক্সিজেন দেয়-
আমাদের জীবনের জন্য-
নিজের খাদ্য নিজেরাই করে-
কেউ বাটিতে দুধ গুলে খাইয়ে দেয় না।
বুকের দুধ ও দেয় না কেউ -
তবুও ওরা বড় হয়ে ওঠে।
পৃথিবীকে বাঁচার রসদ দেয়।
আমার অঙ্কুরিত পালং -
===