।। তুমি যখন।।
দেবপ্রসাদ জানা
  ০১,০৬,২০২০


তুমি যখন গোপনে ডাকো চোখের ইশারায় রান্নাঘরে।
খুশিতে চোখের তারায় জ্বলে ওঠে হাজার সূর্যের আলো।
তুমি যখন ডাক দাও কিগো এদিকে এসো না।
বুকের খাঁচায় রাখা লাট্টুটা বন বন করে ঘুরতে শুরু করে।
আর ভালোবাসার মৌমাছি গুলো জড়িয়ে ধরে।
তুমি যখন ডাক দিয়ে বলো পিঠের হুগটা একটু লাগিয়ে দাও।
রক্তের মধ্যে প্রেমের আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে।
তুমি যখন হাঁক দাও স্নান ঘর থেকে, একবার তোয়ালে টা দেবে?
চোখের কোনে আগুনের ফুল ফোটে,ঠোঁটে ফোটে হাজার সূর্যমুখী।
তুমি যখন রাতের বেলায় অবসরে -
পোষাক পরা আয়নার সামনে নিজেকে সাজিয়ে,
শশুর বাড়ির দেওয়া পালঙ্কে শরীরটাকে মেলে ধরো,
বেশ বুঝতে পারি আমার পোষা শুয়োপোকা গুলো
এবার গুটি বাঁধবে প্রজাপতি হবে বলে।
কোকিল ডাকবে মনে ভালোবাসার আবরণে।।