।। উল্টোপাল্টা।।


আমাকে একটা সকাল ধার দেবে ভাই।
আমার সকালটা হারিয়ে গেছে।
ক্যালেন্ডারের তারিখ গুলোও নেই কাছে।
বার গুলো বোধ হয় রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে।
সোম থেকে শনি সব হারিয়েছি -
শুধু রবিবার।
রাস্তারা সব একা হাঁটতে হাঁটতে
পরিশ্রমে ঘুমিয়ে পড়েছে।
গাছ গুলো সব একা একা হাওয়া খাচ্ছে।
শুধূ আঁকড়ে ধরে থাকা। আর কি?
আমার অবাধ্য কলম বিনা দোষে
গালাগাল খাচ্ছে প্রতিদিন।
সোমবার কে মঙ্গলবার
মঙ্গলবার কে শনিবার লিখছে।
টিভির সিরিয়াল গুলোও আগে পিছে চলছে।
সব উল্টোপাল্টা হয়ে গেছে।
দাও না ভাই একটা সকাল -
ভোরের সূর্যটা দেখি।
পাখিদের বাসা ছেড়ে যাওয়া দেখি
তাদের কলকাকলি শুনি, অন্ততপক্ষে একদিন।