।।উষ্ণতা।।
দেবপ্রসাদ জানা
   ৬,৬,২০২০


তোমার শরীরের উষ্ণতা না পেলে
এখন আর ঘুম আসে না।
গভীর নীরব ঘুম আর আমার চোখ
এরা যেন তোমার উষ্ণতার অপেক্ষায় থাকে।
প্রাকৃতিক মিলনতৃপ্তি নয়।
এ এক অদ্ভুত আকাঙ্ক্ষার অনাবিল তৃপ্তি ।
উষ্ণতা, তোমার শরীরের উষ্ণতা।
গত উনিশ বছরের সুখদুঃখ গ্লানি, চাওয়াপাওয়া,
ঝগড়া বেদনার পরকীয়া সন্দেহের মানসিক চাপ
তারই মধ্যে তোমার শরীরের উত্তাপ।
যেন অন্য এক শান্তি। যেমন -
জোছনার উষ্ণতায় প্রকৃতি ঘুমায়।
আকাশের উষ্ণতায় নদী ঘুমায়।
আঁধারের উষ্ণতায় পাখি সব।
জঙ্গলের উষ্ণতায় বন্ধ কলরব।
সূর্যের উষ্ণতায় চাঁদ ঘুমায়।
যতই মনোমালিন্য হোক
যতই রাগ আসুক নেমে।
ঘুম আসে না তোমার উষ্ণতার
পরম কম্বলটা না পেলে।
শীত গ্রীষ্ম বর্ষা তোমার উষ্ণতার চাদরে ঘুম আসে।
নইলে হারায়, ঘুমের ঘোর আসে শিশিরের ছোঁয়ায়।
নইলে ভোরের আলো ফোটার আগেই জাগায়।