ভয় হয়
দেবপ্রসাদ জানা
   ২৯.৪.২০২১


জীবনে কষ্ট আমার,তবু ভালোবাসি।
ক্ষুদ্র হৃদয় নিয়েই,তার কাছে আসি।।


আকুল অসীম প্রেম,তারে দিনু আনি।
হৃদয়টা,তারে দিয়ে,যাবো কালাপানি।।


জানি আমি,সব জানি,নষ্ট তার দেহ।
রাখলে কাছে,জীবন,হবে দুর্বিসহ।।


কষ্ট ভারি বুক জুড়ে,কষ্ট তার দেখে।
অভাবে স্বভাব নষ্ট,সতী কি ও থাকে?


জীবনের সব কিছু,কাড়ে মহামারি।
পিতামাতা পরিজন,সব গেল ছাড়ি।।


অনাহারে বাসি রুটি,খুঁজে ফেরে রাধা।
না খাওয়া পেট তবু,দেহ ভরা সুধা।।


বেকার যুবক আমি,সব্জি বিক্রি করি।
ভালোবাসা বিনা তারে,কিবা দিতে পারি।।


হাত ঢাকা,মুখ ঢাকা,দূরে দূরে থাকি।
আদরে আদর দেবো,তাও থাক বাকি।।


সোহাগ পরশ নাই,প্রেমিকার হাতে।
ভালোবাসা বেচাকেনা,হয় হেথা রাতে।।


অতিমারি.মহামারি,অমর অক্ষয়।
ভালোবাসা ছাড়া শুধু,মনে রবে ভয়।।