।।ভালোবাসার ভাইরাস।।
      দেবপ্রসাদ জানা
        ১৮,৬,২০২০


দেখো ছুঁয়ে দিও না যেন,
বড় ছোঁয়াচে তোমার ঐ রোগ।
ভালোবাসার রোগ।
যদি ভালোবেসে ফেলি তোমায়।
যদি উচ্ছাসে -
উষ্ণ রিপুগুলি শীতল জোৎস্নায় ভরে যায়।
মন খারাপের নদী উঠে আসে বুকের ওপরে।
যদি দুঃখ জন্ম নেয় মনের গভীরে।
তাহলে?
হঠাৎ যদি তুমি না থাকো
হঠাৎ যদি ভালোবাসার ছোঁয়াচে রোগে
বোধশুন্য হয়ে যাও। তখন?
যদি কন্ঠরূদ্ধ হয় কোনদিন।
আমার কন্ঠে যদি ভালোবাসার ভাইরাস সংক্রমিত হয়।
তাহলে তোমার দেওয়া রোগ গুলো কাকে দেবো?
আমার হৃদয়ে তোমার দেওয়া মারনভাইরাস যদি
গর্ভধারণ করে তখন?
তুমি তো চলে যাবে। আমি?
আমি তো অবসাদ এ ভুগে কুয়াশাচ্ছন্ন হয়ে
ভেসে বেড়াব তোমার ভালোবাসার ভাইরাস নিয়ে।
দেশে দেশান্তরে কোটি কোটি মানুষ যদি আক্রান্ত হয়।
এ ভাইরাস বড় বেদনাময়।
এ আগুন খোঁজে।
এ দড়ি খোঁজে।
এ বিষ খোঁজে।
কিছুতেই ভয় পায় না।
মৃত্যু অবধারিত।  
ভালোবাসা খোঁজে পারঙ্গম সবুজ প্রেম।
ভিতরে ভিতরে প্রত্যাশার হৃদয়,
ক্রমশ বৃহতর সমুদ্রের জলরাশি ও তুচ্ছ মনে হয়।