।।ভালোবাসায় থেকো।।
    দেবপ্রসাদ জানা
      ২৪.০১.২০২০


আঙিনায় ঝুঁকে থাকা,শুকনো করবী।
বেদনা আবৃত কোরে,শুদ্ধ স্পর্শ করে।
দুপুরের রাঙা রোদে,ভয়ঙ্কর রবি।
পিপাসায় জল চায়,খাবে প্রাণ ভরে।


এ খবর পৌঁছে যায়,আকাশের কানে।
ক্রোধে তার,কালো হয়, নীলাম্বর রূপ,
ঘনকালো মেঘ কোরে,বৃষ্টিপাত হানে।
পৃথিবীর প্রকৃতি যে, মাতার স্বরূপ।


ঝুঁকে থাকা মৃতপ্রায়,শুকনো করবী।
হাসিতে খুসিতে ভাসে,মিষ্টি হাওয়ায়।
প্রকৃতির মতো আসে,জীবনের ছবি
খুশির হাওয়া লাগে,মোর মোহনায়।


ভালোবাসা হয় যদি,প্রকৃতির ব্রত।
সুখদুখ খেলা করে,সন্তানের মতো।