ভালো দিন
দেবপ্রসাদ জানা


যে রাতে তোমার আমার দেহগত বিনিময়,
সেই রাতেই রজনী গন্ধার আর নীলপালকের
ফুল্ল কুসুমিত অবোধ মৈথুন।
সেটাই ত দিন মনে রাখার।
এ যে নষ্ট গল্প,নষ্ট শব্দে লেখা।
দিন গুলো আর,মনে থাকে না বুঝলেন।
ভালোবাসার আবার দিন হয় নাকি ?
কানে ঝিঁঝি পোকার মতো শব্দ করে-
কে যেন বলে গেল ভালোবাসি।
হৃদয় জুড়ে অসাড়ে রক্তপাত।
মনের সাদা গোলাপ খানা রক্ত গোলাপ হলো।
উথাল পাথাল রক্ত স্রোতে শরীরি অবগাহন।
অনাকাঙ্ক্ষিত আলিঙ্গনে।
নগ্ন স্পর্শে,গোপনতম সুখের সেই নষ্ট-রূপরেখা।
সেই ফেলে আসা দিনের কিশোরী বিকেলে-
আটপৌরে নতুন শাড়িতে প্রথম-
এই বলে ডাকা, শুনছো-
নীলাম্বরী শাড়ির গন্ধে মাতায়ারা মন,
একাকীত্ব কাটিয়ে,
জীবনের সব থেকে ভালো দিন।
হাতে হাত রেখে নীরব রমণগাথা -
এর থেকে ভালো দিন হয় নাকি?