।।ভাঙ্গা জানালায়।।
   দেবপ্রসাদ জানা
     ২৭.০১.২০২১


আজ অভিমান গুলো,মনের আড়ালে
লুকিয়ে থাকতে চায়,নীরব ক্রন্দনে।
পরাগরেণু লাগিয়ে,মাধুরী ছড়ালে -
ভাঙ্গাঘরে,ভাঙ্গা ওই,জানালার কোনে।


ভাঙ্গা জানালায়,ভাঙ্গা পাল্লার দুপাশে-
দুটিহাত,স্পর্শ পেতে চায় বহুদিন
মৃদু হাওয়ায় প্রেম, আনমনে এসে,
সহানুভূতির হাত, খোঁজে প্রতিদিন।


ভীষণ ভালোবাসার,আবেগ উন্মাদে-
দুটি মন,সেইদিন কাঁদে অভিমানে।
জলভরা চোখে,শুণ্য মনের প্রমাদে।
ভাঙ্গা জানালার মতো,পড়ে রয় কোনে।


প্রথম প্রেমের ফুল,ফোটে জানালায়
ঝরে পড়ে ফুল কত,ভাঙ্গা ভরসায়।