।।ভাটা।।
দেবপ্রসাদ জানা
  ২৩.১২.২০২০


এখন চশমা ছাড়া দেখতে পাই না-
সাহিত্য চর্চায় মন দিয়েছি গুছিয়ে।
সখের জন্যে,চর্চায় নানান ব্যঞ্জনা
চাকুরী ব্যবসা সব,গিয়েছে হারিয়ে।


তার ওপর চোখের,এই বেইমানি -
অল্পতে ঝাপসা দেখি,লেখার সময়।
কষ্টের নিষ্পত্তি কিসে,বুঝতে পারিনি।
মনে তাই আলোড়ন, বৃদ্ধ চক্ষুদ্বয়।


তলানিতে ঠেকে গেছে,রাখা প্রাণ বায়ু
ধমনীর রক্তস্রোতে,পড়ে গেছে ভাটা,
খড়িওঠা ত্বক কহে,কমে গেছে আয়ু
সবুজ জীবনে আজ, অযাচিত ভাটা।


টায়ারের পোড়া গন্ধ,নিঃশ্বাসপ্রশ্বাসে,
আঁকড়ে ধরেছি পথ্য,জীবনের আশে।