ভয়ানক স্বপ্ন
দেবপ্রসাদ জানা
০১.৮.২০২১


খোলো বন্ধু দুয়ার খোলো একবার।
হৃদয়ের খিল খুলে উন্মত্ত বাতাসে ভরে নাও মন।
মৌনতার দরজায় আঘাত করো জোরে।
বৃষ্টির ফোটার মত,জানলা দিয়ে ঢুকবো
জলোচ্ছ্বাস নাও বুক ভরে।
তৃষ্ণার অঞ্জলি হোক ইরাবতী।
কিছুটা দূরত্বে গেলে, কিশোরী নদীর মত
কল কল করে ওঠে,যৌবন।
তুমি এক তির তির  নদী,
কতটুকু আর,ভালোবাসা পেয়েছো?
সুদূর  স্বপ্নের শব্দনীড় হতে।
দর্পণে নিজেকে দেখো বার বার।
মনস্তাপ হীন, জীর্ণ নির্লিপ্ত কঙ্কাল,
মাটিতে চাটাই পেতে নতুন শরীরের চাহিদায়।
কতবার উল্টেপাল্টে দেখেছি -
রোজকার শবব্যবচ্ছেদ।
কী ভয়ঙ্কর নিঃসঙ্গ মৃত্যু -
ঘাসের উপর পড়ে আছে,
চৌকাঠে দাঁড়িয়ে খুলে দাও অনায়াসে-
ও বুকের বন্ধ দুয়ার।
হৃদয়ের জানালায়,মরনের সহস্রধারা।
তুলেছে মন্থন-বিষ,উন্মাদ ঈর্ষা।
শকুনের ডানায় উল্লাস -
মৃতের আস্তানায় যে ভয়ানক স্বপ্ন।