।।ভেবেছিলাম।।
দেবপ্রসাদ জানা


ভেবেছিলাম চিত্রলেখা আমার প্রেমিকা হবে।
কাদম্বরীর মতো আমারও একটা প্রেমিকা থাকবে।
আরো অনেক অনেক অনেক কবিতা -
প্রেমের কবিতা দানা বাঁধবে আমার হৃদয়ে।
ভালোবাসার কবিতা গুলো হৃদয় থেকে টেনে বের করে আনবে আমার কলম।
কিন্তু তুমি?
মেঘ হয়ে গেলে, উড়বে বলে।
হয়ে গেলে পালের বাতাস নৌকা বাইবে বলে।
আশ্চর্য এক বারবনিতার মত নিজেকে আমার কাছে হাজির করলে।
আমিতো চাইনি এমনটা।
চেয়েছিলাম আমাকে ভালোবাসবে রাধার মতো।
মীরাবাঈ এর মতো।
ভেবেছিলাম তুমি প্রেমিকা হবে নীরার মতো।
বনলতা সেনের মতো।
আমার ঠোঁটে ঠোঁট রেখে চোখের ইসারায় বলবে
এসো পরকীয়া করি।
কত গুলো অসভ্য ভাষায় কবিতা গুলোকে ডাকবে
ভেবেছিলাম তুমি আমার নদনদী,গাছপালা, মাটি
মাটির গন্ধ,বর্ষার গান, বাঁকা পথ, মাটির গন্ধ, বাঁশ গাছ,
নন্দের হাট
পুকুর ঘাট।
ডাকবে আমায়।


কিন্তু সে আর হোলো না।।