।।ভেদাভেদ।।
দেবপ্রসাদ জানা
২১.১০.২০২০


যেই দেশের মানুষ, আটশ টাকার
খাবার কিনে,একশ টাকার ভক্ষন
করে,বাকি আস্তাকুঁড়ে ফেলে দেয় তার
বেঁচে যাওয়া খাবার। সে রাজ নন্দন।


সেই দেশে একদল লোক ফুটপাতে-
থাকে খাবারের খোঁজে।খাদ্যের অভাবে।
আস্তাকুঁড়ের খাবার,পড়ে যেন হাতে।
একদল ফেলে দেবে,একদল খাবে।


যেই দেশে কোটিপতি দেবতার বাস,
যে দেশে ধনকুবের মানুষ দেবতা।
গুরুদেবের আশ্রমে,মনিমুক্তা চাষ।
বলতে পারেন কারা,এর হর্তাকর্তা?


কি বলতে পারবেন?কেন ভেদাভেদ?
কারোর সোনার থালা,কারো থালা ছেদ।