।।ভেজা কাক।।
দেবপ্রসাদ জানা
   ২৭.২.২০২১


একটা কাক বসছে বারান্দার গ্রীলে
মায়াবী চোখে তাকিয়ে আছে মোর দিকে।
মনে হয় বড় একা,চোখে কিছু বলে।
বৃষ্টি ভেজা শীতে কাঁপা,সে ডাকছে কাকে?


আজ মনে পড়ে সেই সেদিন সন্ধ্যায়।
মা বসেছিল উঠানে,ক্রমাগত ভুগে-
মনে রাখার ক্ষমতা,হয়েছে বিদায়।
চলা ফেরার ক্ষমতা,হারিয়েছে রোগে।


তবুও কত আকাঙ্ক্ষা,মনের গভীরে
"আমাকে ঘুরিয়ে নিয়ে আয় না কোথাও-
অনেকদিন হলোতো,সঙ্গে নিবি নারে"?
অবাক হলেও বলি,দেহে শক্তি পাও।


আজ যেন কাক হয়ে,বহুদূর ঘুরে।
ক্লান্ত পথিকের মতো,গ্রীলের ওপরে।