ভাইরাস।।


আপাদমস্তক মুখোশের আড়ালে
তোমাকে দেখার লোভ,
সামলাতে পারি নি মেয়েটা।
তুমি নীল হয়ে আছো
তোমার নীলাভ রশ্মি
চোখ ঝলসে দিতে পারে জেনেও
দেখার লোভ ছাড়তে পারেনি মেয়েটা।
ভাইরাসের বেড়া জালে বন্দী তুমি।
মৃত্যু ছেয়ে দিতে পারে জেনেও,
মেয়েটা তোমার টানে -
দূরত্ব রেখেই তোমাকে দেখেছিল।
কিন্তু তুমি আবেগে তার হাত দুটো -
যেন বকলমা দিলে
সব দিয়ে নিজেকে নিঃস্ব করে নিলে।
আজ শেষ কালে মেয়েটাকে
দেখতেও এলে না তুমি?