ভোরের রোদ্দুরের একটা চিঠি পেলাম
সে আজ আর আসছে না,
পৃথিবীর বুকে আলো দিতে।
অন্ধকারময় থাকবে পৃথিবী।
নিষ্ঠুর ভাইরাসের ভয়ে ভীত সে।
যদি তাকেও জড়িয়ে ধরে।
নাইনটিন ভুত।
নদীর জল যদি ছুঁয়ে দেয় তাকে
মারন পোকা যদি লুকিয়ে থাকে পাহাড়ের ফাঁকে।
নীল প্রজাপতি যদি উড়ে এসে বসে তার গায়।
যদি তন্ময় আঁধার বহন করে ভাইরাস।
বিষন্নতায় ভরে আছে সকালের রোদ।
আকাশের গায়ে তাই নেই রঙিন পালক।
ভয়ে নদীর ঢেউ পিছুটান দেয়।
জোয়ারের হাত ধরে টান দেয় নদী।
যেও না যেও নাগো ভাইরাসে বুঝি কামড়ায়।
ভোরের সূর্য তাই হয়েছে গৃহবন্দী
আসেনি ভোরের বেলা।
তার ঘরেও যে ছেলে পুলে কচিকাচা
বুড়ো বুড়ি এসব নিয়ে বাঁচা।