পেটে রোগ আমাশা
করে যায় তামাশা,
দোষ বলো কার
আজ ষোল বার
ছুটে গেছি পায়খানা।


থানকুনি পাতা বেঁটে
খেলাম তো চেটে চেটে,
হয়নিকো তাতে কাজ
তাইতো হে রাতে আজ
এসেছি তোমারই কাছে
না এসে কি উপায় আছে?


তুমি সেই ডাক্তার
ওয়াসিম আক্তার,
ভুগেছিলে আমাশায়
পড়েছিলে বিছানায়
তিনমাস কাবু হয়ে
টয়লেট বাবু হয়ে
ভাবো কি ,তা নাই জানা?


পুরনো সেই যুগে
এমন রোগে ভুগে ,
কী কী পাতা খেয়েছিলে
বলো নাগো বাৎলে,
কম করে অন্তত
দুটো জানা থাকলে।।