মিথ্যে এ নয় সত্যিকথা, গতকালকে রাতে
ফেসবুকেতে আলাপ হল শঙ্খ ঘোষের সাথে।
বলিস কি রে ! ‘কে শঙ্খ ঘোষ ?’ জানিস নে তাও ভোলা ,
শঙ্খ হল নকুল দাদুর ভায়রাভাই-এর পোলা ।
আমার কথা শুনেই কেন বলিস – ‘ মাথা ঘোরে ’
নকুল দাদু জানিস না কে ? বলব কি আর তোরে .....
সত্যি বাপু তোকে নিয়ে আমার যত জ্বালা ,
নকুল দাদু মানেই হল নীরেনবাবুর শালা !
ফের কেন তুই প্রশ্ন করিস ‘ নীরেন আবার কে ?’ তা
থাম রে ব্যাটা আজকে তোকে করছি ঘটিপেটা ।
চিনিস না কে নীরেন্দ্রনাথ ? সে এক মস্ত কবি ,
পরশু তোকে ট্যুইটারে যার দেখাচ্ছিলাম ছবি ।
যার কবিতা পড়েছিলাম ওয়েবসাইট খুলে ......
হ্যাঁরে ভোলা সত্যি কি তুই সব কিছু যাস ভুলে ?
মনে মনে ভাবি আমি বুঝলি ভোলা ছোঁড়া
তোর মাথার ওই মগজে কি নেই কি কিছুই পোরা ?
কারো মাথায় গোবর থাকে , কারো মাথায় ঘোল
তোর মাথাতে কিচ্ছুটি নেই ... আস্ত ফাঁপা ঢোল !
তোর পাশে যে বসে আছি , বল তো আমি কে ?
‘চিনিনা তো’ , বলিস সেকি ! আমায় চিনিস নে ?
আরে ভোলা আমি হলাম বন্ধু তোর-ই খাস ......
যার কাছে তুই আবোল তাবোল শুনিস বারো মাস ।