ইস্টাইলেই অষ্ট আনা
যার ফুরালো জীবনখানা ,
জানো সে কে ? শোনো তবে ,
সে কোন পাজি লোক ...


নাম হল তার প্রীতম্বর
বিদঘুটে যার গলার স্বর
ধড় থেকে যার মুণ্ডু বড়
বেড়াল বেড়াল চোখ ।


গায়ে গন্ধ মেখে
চশমা দিয়ে চোখে
সুটে বুটে সে ভদ্দলোক !
পথে যখন যায় ।


নিজের তো নাই টঙ্কা ষাট
লোকের মেরে কত্ত ঠাট !
অমুন লাটের কাণ্ড দেখে
কুকুরও গীত গায় ।


বিদ্যেবুদ্ধি পেটে তো ছাই
বিজ্ঞ বিজ্ঞ ভাব করে যায় ,
পাগল ছাগল পাঁঠা ধরে
বিলায় সে রোজ জ্ঞান ।


এমন এমন কয় কথা সে
বিজ্ঞানীরাও বেঁকে বসে ,
সে লালগোলার বিখ্যাত এক
বৈজ্ঞানিক মহান !