জানো মদন কাদের বলে – হাট্টিমাটিমটিম ?
খায় চিবিয়ে আস্ত যারা মস্ত ঘোড়ার ডিম !
তোমার কবে বুদ্ধি হবে ভাবছি আমি সেটাই
মনে হচ্ছে পিঠে তোমার মস্ত মুগুর পেটাই ।
তোমায় যা যা প্রশ্ন করি কিছুই পারোনাকো
এতেই তুমি বিজ্ঞানী এক হওয়ার স্বপ্ন দ্যাখো ?
বিজ্ঞান বিষয় খুব তো পড়ো জিওফ্রে-দাকে চেনো ?
ফ্রান্সের একটা মিউজিয়ামের প্রফেসর সে জেনো ।
‘‘ নাম ঠিকানা পুরো ওনার আমাকে দাও বুলে,
এক্ষুনি সার্চ করছি আমি ওয়েবসাইট খুলে...’’
ওরে আমার বিজ্ঞ মদন! চোখ মেলোনা নেটে
পাবেনাকো টিক্কি ওনার ফালতু ওসব ঘেঁটে ।
ওনার হিস্ট্রি জানতে গেলে চোখ রেখো বই খুলে
তাও মোবাইল যাও খুঁচিয়ে , টান দিবো কি চুলে ...
এইবার কিছু সহজ প্রশ্ন তোমায় যাবো ক’রে
‘পারবো না’ ফের বললে কিন্তু থাপড়ে দেবো ধ’রে ।
মাইথোলজির বিষয়টা কী ? একটু বলো খুলে
প্রশ্ন শুনেই বলছ কেন ‘ এখন দুচোখ ঢুলে ’
গতকালকেই সব বলেছি , কী শুনেছ ... ছাই ?
বেগুন নাকি কুমড়ো পোড়া তোমার মুণ্ডুটাই ?
ধরলে বোধহয় পারবেনা এও, টেট্রালজিস্ট কারা ?
এই যে মদন ঢুলছো নাকি পাচ্ছিনা যে সাড়া ...
ঘুমোও ঘুমোও এসব জিনিস জেনে হবে কী ?
এগজামিনে গোল্লা পেলেই হবে বিজ্ঞানী !