এই যুদ্ধে নাই হাতি ঘোড়া
নাইকো সেনাপতি
নেই তলোয়ার , গদা , বল্লম
নেই কোনো ক্ষয়ক্ষতি ।


ধনুক ছাড়াই দুই যোদ্ধার
ধারালো তির ছুটছে ,
যোদ্ধার অমুন যুদ্ধ দেখে
আমজনতাও থেকে থেকে
মজার মুলুক লুটছে ।


কেউ হেসে খুন কিলবিলিয়ে
গলায় কারো ঝুলছে ,
“ এ কেমন যুদ্ধ রে ভাই !
যোদ্ধা লড়ে কথায় কথায় ”
তোতাতেও মুখ খুলছে ।


ঝরছে ছন্দ ঝরঝরিয়ে
বিন্দু রক্ত ঝরছে না
এই লড়ায়ের যোদ্ধা কবি
তাইতো কিছুই মরছে না ।