দেখিয়ে খাস হনুমানদের রুটি এবং কলা
কানের নীচে মারলে থাবা টের পাবি তুই ভোলা !
খাবার কেড়ে খেতে ওস্তাদ  বুঝলি ওরে খোকা
কী ভেবেছিস , নয় শেয়ানা , হয় হনুরা বোকা ?
শোন তবে এক গল্প বলি – নারায়ণপুর গ্রামে
বাস ছিল এক পালোয়ানের বীরবাহাদূর নামে ।
তোর মতনই সেই বাহাদূর গাছে হনু দেখে
বসল খেতে সামনে তারই চিড়ে কলা মেখে ।
ওর সে খাওয়া দেখেই হনুর ঝরল সেকি লালা !
ভাবল মনে ‘ভাগ দিবিনে , খাওয়াচ্ছি থাম শালা !’
এইনা ভেবে দাঁত খিঁচিয়ে সেই হনুমান রেগে
লাফিয়ে সে তিড়িংবিড়িং আসলো ঝড়ের বেগে ।
হুপ ! হাপ ! করে গর্জে উঠে , বাহাদূরকে মেরে
হজম করে চিড়ে কলা তার হাত থেকে কেড়ে ।
পালোয়ানের গাল দুটো লাল হনুমানের চড়ে ....
গেলি কোথায় গল্প শুনে ?  লুকিয়ে বুঝি ঘরে ?