পাড়ার যত ছাগল গাধা
আমায় বলে - সুজন দাদা ...
ব্যায়াম না করে বসে খেয়ে
কুম্ভকর্ণ যাচ্ছ হয়ে ।
বন্ধুগুলোও রাগায় - মোটা !
ডিম কটা খাস সেদ্ধ গোটা ?
মাখন পনির দুধ ছানা ঘি
বল না আরো খাস কত কী ?
আমি বলি – শোনরে তবে
মগজ তোদের খুলবে কবে
মোটা কি আর খাবারে হয় ?
আসল কথা অধ্যাবসায় !
পেটে আমার বিদ্যে কত
তা কি জানিস , মুখ্যু যত ...
কমবে না পেট দৌড়ে হেঁটে
কী কী আছে শোন এই পেটে -
‘রাজকাহিনী’ ‘চাঁদের বাড়ি’
গল্প আছে সারি সারি
‘কঙ্কাবতী’ ‘ফুলের কলি’
কাব্যে ভরা পাকস্থলী !
‘আজ গোধূলি’ ‘পাতার বাঁশি’
‘পথ চেয়ে রই’ ‘ফিরে আসি’
হাজার হাজার উপন্যাসে
বাড়ছে ভুঁড়ি দৈর্ঘে-ব্যাসে ।
মিথ্যে দিয়ে খাবার খোঁটা
খামখা রাগাস - সুজন মোটা !