মনের আঙিনাতে কত কথার কলি ফোটে
ছন্দে তারই প্রাণের পাখি সতেজ হয়ে ওঠে ।
কবিতা আজ গুনছে প্রহর ভরসা নিয়ে বুকে
আশা তার , সে , গান হতে চাই .... জীবনের সম্মুখে ।
সাত-সমুদ্দুর কল্পনাতে গল্পেরা দেয় পাড়ি ,
চোখের পাতায় পাখনা মেলে স্বপ্ন সারি সারি ।
ওদের চেয়েই দিব্যি সুখী , ভালো আছি , তাই –
এর চে’ বেশি বাঁচার রসদ আর কি বলো চাই ?