সত্যি কথা লেখাও জ্বালা
ফেসবুকেতে ভাই ,
এমন যুগে বাস্তবতার
কোনও মূল্য নাই ।


আমার যে কী অবস্থা আজ
বলব কি তা মিঞা –
‘গরু পাচার’ লেখার পরেই
যত প্রতিক্রিয়া !


উঠেপড়ে লেগেছে সব
করতে আমায় ঠান্ডা.....
ফোন করে কেউ হুমকি শোনায়
কেউবা দেখায় ডান্ডা ।


আরে ভায়া চোখের সামনে
সত্যি যা যা ঘটে
সেসব চিত্রই আমার মনে
ছন্দে জেগে ওঠে ।


ফেসবুকে তা করলে প্রকাশ
কাদের যে কী ফাটে ......
বেচারা এই কবিটাকেই
মারার ফন্দি আঁটে !