খুদুরামের ছা
নামটি বাবুয়া ,
সে যে কেমন ফুর্তিতে রয়
বলছি শোনো মা ...


বেড়ায় টো টো ঘুরে
লাচন-কুদন করে
হইহুল্লোড়ে মাথায় তুলে
সকল পাড়া গাঁ ।


সঙ্গী যত নিয়ে
কুলতলাতে গিয়ে
কুলের গাছে ঢিল মেরে কয় –
‘ কে কুল খাবি খা ...’


নৌকা চড়ে মাঝির
বটতলাতেও হাজির
সেখানেও সে আড্ডা জমায়
খুদুরামের ছা ।
বইয়ের পাতা খুলে
হাসির ছড়া বলে
গাছের মোটা ডালে চড়ে
দোলায় দুটো পা ।


সন্ধ্যাবেলা হলে
সবকে বাবু বলে, -
‘ ঢের হয়েছে বদমায়েশি
এখন বাড়ি যা ...


এখন বাড়ি গিয়ে
হাত-পা সবাই ধুয়ে
লক্ষ্মীসোনা হয়ে তোরা
মন দিয়ে পড় –গা ।’