আহা ন্যাকা !!
"দূরের বলাকার" সেরা কবিতা
বিনতার আবৃত্তি স্বর ও সুরে সাবলীল
চেতনা ও চৈতন্যের রসভান্ড উজাড় করা
প্রেম !! সত্য বেনুদা কি বিচিত্র এই রস,
মুহূর্তে ন্যাকা মুহূর্তে বোকা !


মানীর মান করে ভঞ্জন রাস রস করিলেন দান বিনতা
অনিত্য-নিত্য সেথায় রয়, পুরুষালী মন বেবাক হয়
চিরন্তন আজ নতুন হয়, পুরানো শব্দ পুরানো চেতনা পুরানো বন্ধন
ভেঙে চুরে গড়ে বেনুদা, ফেরার পথ যে নাই !


প্রেম সর্বশ্রেষ্ঠ রস, রাগ-অনুরাগ-বিরাগ-উপরাগ অন্তে চিরাগ
জ্বালিয়া জ্বলে আলোতে-আঁধারে ।
ভোরের রস দুপুরের সুধা, পাক দেয় আজ বেনুদার নাড়ি
আদিরাসলীলা আদিরসাত্মক আদি….. নাহ আর মনে পড়ে না,
শুধু জানে অন্ত নাই !!  প্রেমের অন্ত নাই ।