শালিনীদি বহুদিনবাদে তোমার কথা মনে পড়ছে
পড়ন্ত বিকেলের রোদ, তোমার মুখ ও আরো কিছু
নাহ থাক .... সেসব কথা ব্যক্তিগতই রয়ে যাক ।


তুমি কি এখনোও হাসলে টোল পড়ে
এখনোও কি তোমার মুক্তোর হাসি দেখা দেয়
তুমি কি বিকেলের নরম রোদে বেড়াতে বেরোও
সাথে কি থাকে তোমার সেই স্নিগ্ধ রূপ
জানো আমি তোমাকে দূর থেকে অনেক দেখেছি
দেখেছি অনেকের সাথে, হেসে গড়িয়ে পড়তে তুমি,
আর আমি !
নাহ থাক .... সেসব কথা ব্যক্তিগতই রয়ে যাক ।


শালিনীদি জানো সেই সেইদিনের কথা - তুমি বাড়িতে এলে
দিদির খোঁজ করলে আর এই অধম ...
গিলেছিল তোমার রূপ আর তুমি তোমার লম্বা হাত-পা
আর বাকিটুকু !
নাহ থাক...  সেসব কথা ব্যক্তিগতই রয়ে যাক।


জানো শালিনীদি প্রথম যেদিন বস্টনে বসে ফেবুতে তোমায় দেখি একই শহরে
এক ঝটকায় ফ্রেন্ড-রিকোয়েস্ট পাঠাতে চেয়েছিল মন
হৃদপিন্ডে তোলপাড় হলেও হাত এগোয়নি
হয় নি কেন হয়নি জানিনা তবু মনে হয় জানি
সেদিনের সেই হাতের আলতো ছোঁয়া
অধরায় রয়ে গেলে তুমি,
নাহ থাক .... সেসব কথা ব্যক্তিগতই রয়ে যাক।