এই সকাল,
রোদের পলকে ঘুম ভাঙে।
এই সকাল,
ভোরের কুয়াশা মাখা,
পাখির গানের কথা,
ফুলের গন্ধে মন ভরে যায়।।

এই সকাল,
ফুরফুরে রোদে মন রাঙে।
এই সকাল,
তোমার বিরহে আঁকা,
আমার মনের ব্যথা,
দূরের প্রান্তে পথ চলে যায়।।

এই সকাল,
জোয়ারের ঢেউ আসে গাঙে।
এই সকাল,
মেঘের পালকে ঢাকা,
আকাশের নীরবতা,
কখন যেন মন যেতে চায়।।