সোনার নয় একটি কালো দেশ,
    হাসি নয় দেখছি হাহাকার।
যখন থেকে বুঝতে শিখেছি যে সত্য কে,
  সে সত্য প্রতিষ্ঠাই আজ সত্যি ক্লান্ত শ্রান্ত-
হে মোদের প্রিয় সোনার দেশ।।।
  আমি আমার মত করে ক্লান্ত শ্রান্ত-
আপনার মত করে কিন্তু নয়!
   যাহা মিথ্যা বলে শিখেছিলাম আজ কেন
তাহা সত্যি বলে চালিত হয়?
   তবে কি! পাল্টেছে সমাজ?
ভালই'তো পাল্টাবেই'তো!
   আমরা চাই'তো পাল্টাতে
কিন্তু এ কেমন পাল্টানো? এমন'তো
  আমাদের কখনো ছিলনা কোন চেতনা?
যাহা সত্য তাহা মিথ্যা,
            যাহা মিথ্যা তাহা সত্য।
যেখানে মোদের শপথ ছিল,
   গড়ব সোনার দেশ।
তবে আজ কেন দেখতে হবে সোনার নয়
   একটি কালো দেশ।