আমি তখনও জানিনা তুমি যখন-
আমায় বেসেছিলে ভাল !
শুধু ভাবছিলাম তোমার ভাবখানা'র জন্য।


ভাবতাম তুমি কেন আমায় যত্ন কর!
যখনই তোমার মুখও মুখও হই তখনই-
তুমি যেন কি করিবে কি করিবে!
কোথায় রাখবে কোথায় বসাবে!
কি দেবে কি দেবে!


কিভাবে আমায় তোমার মনের-
ভাবখানা বোঝাবে!তাই নিয়ে অস্থির।
তোমার এমন ভাবখানা শুধুই যে -
আমি লক্ষ করেছি তাহা কিন্তু নয় !


তোমার ভাব দেখে তোমায় জানিব ভেবে-
অনেক বার চেষ্টা করেছি বটে!
পারিনি আমি তোমায় জানিতে।
তাতে কি হয়েছে ! আমি পারিনি !


আমার সাথে থাকা বন্ধু গুলি
তোমার সাথে থাকা বান্ধবী গুলি-
আমায় বলে দিয়েছে তোমার-
আসল ভাবখানা।


জানো ?
যে দিন তোমার ভাবখানা জেনেছি আমি!
সেদিন আমি যেন সত্যিই হারিয়ে গিয়েছি।
কিন্তু কোথায় যে হারালাম নিজেও-
তার ঠিকানা খুঁজে পাইনি।


আমি একবারও তোমায় তেমন করে ভাবি নি-
যেমনটা তুমি ভেবেছো আমায়।
আমার কেন জানি জানতে ইচ্ছা করলো-
জানবো তোমার ভালবাসার ভাবখানা!


এই ইচ্ছায় যেন জীবনের কাল হয়ে-
ভুল করে ভাল বেসেছি আমি।
আমার হৃদয়ে সত্যি তোমার জন্য -
ভালবাসার ভাব কখনো জাগে নি।


তাইতো কাছে থেকে পাশে বসেও-
ছুঁইয়ে দেখতে সাহস করিনি আমি।
আবার মুখের উপর না বলে-
তোমার সত্যিকারের ভালবাসা কে-
উপেক্ষা করতে পারিনি।


সত্যি বলতে পবিত্র ভালবাসার নাম দিয়ে-
তোমায় আমি নষ্ট করিনি।
আসলে আমি যে তোমাকে-
ঐভাবে ভাবতে ই পারিনি।


যেভাবে ভেবেছিলে তুমি। আমি -
কষ্ট পাচ্ছি বটে!
তবুও তোমার ভালবাসা চূড়ান্ত-
অবহেলা করে তোমায় কষ্ট দিতে পারিনি।


বন্ধুর মত নিজের ভিতরে রেখে ই
কৌশলে পাঠিয়েছি অন্যের ঘরে-
জানি তুমি কেঁদেছিলে অনেক!
জেনেছি আমি অনেক!


আমায় ক্ষমা করে দিও তুমি।
আমিও বুঝছি আজ হারে হারে-
তোমার সাথে করা-
আমার অবহেলা খানি!
সত্যি কাঁদাচ্ছে আমায়!
কাঁদাবে সারা জীবন।


কাঁদছি আমি হয়ত এই কান্না-
কখনো দেখবে না তুমি।
হে আমার স্বর্গ থেকে আসা-
ভালবাসা খানি!
ক্ষমা করে দিও!
আমাকে ক্ষমা করে দিও।