দেশে আমার লেগেছে আগুন -
নিভানোর কেউ নাই,
দূরে থেকে উল্লাশ করে-
আমায় মারতে চাই।


আমি যদি মরে যায় -
রবো স্মৃতির পাতায়,
তুমিও রবে ভটে -
ইতিহাসের নিকৃষ্ট পাতায়।  


যে দেশ রক্ষাই মোরা-
গালি শুনে যায় ,
সেই দেশ শুধু আমার নয় -
তোমারও যে দেশ।


আমি চিৎকার করি পাগলের মত-
যে দেশের অধিকার রক্ষাই,
সেই দেশ জ্বালিয়ে তুমি কিভাবে -
মেতে ওঠো উল্লাসে ভাই?


নিবাও আগুন নিবাও আমার -
দেশে লাগানো আগুন নিবাও!
এই দেশ শুধু আমার নয় -
তোমারও যে দেশ।


এখনো সময় আছে -
নিবাও আগুন নিবাও -
আমাদের দেশটি যে বাঁচাও।


আজ আমার বলার ক্ষমতা নাই !
বললে মুখ বন্ধ করে দিচ্ছ আমায়।


আজ তুমি আমার অধিকার -
আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ।
আমি চিৎকার করছি -
তুমি উল্লাশ করছো।


আমার জীবন প্রদীপ তুমি নিভিয়ে-
দিলেই যেন তোমার মুক্তি!
জানো তুমি যখন আমায় -
নিভিয়ে দিবে!
দেখতে পাবে একটা সময় -
তুমিও থেমে যাবে।

দেখতে পাবে আমার কপি হয়ে-
লাখো জনতা মুক্তির স্লোগান দিবে,
তুমি মীরজাফর জগতসেট হয়ে -
মানুষের ধিক্ষার পাবে।


কাল তুমিও যেন আমার -
মত চিৎকার করোনা,  
তাহলে আমি যে তোমার জন্য -
কিছুই বলতে পারবোনা,
সেদিন যেন তুমি আমার-
উপর রাগ করোনা।

কারন আজকের দিনে যদি-
তুমি কর উল্লাশ !
আমার যে তোমার জন্য -
বলার মুখ ই থাকবেনা!


দুনিয়ার কারো মুখে হাঁসি ফুটাইতে-
বাড়ি গাড়ি বানাতে যেন-
নিজেকে যেন মন্দের রাস্তা-
বানিয়ে নিওনা!
মিথ্যুকের রাস্তা হয়ে যেওনা।

মিথ্যার জয় চিরদিন নাহি রয়!
সত্যের জয় যে চিরদিন রয়,
যাহা এই পৃথিবীর ইতিহাসে কয়।


যাহা কিছু কর সত্যের জন্যই কর!
সত্যের জয় একদিন হয়।
যাহা পৃথিবীর ইতিহাসে কয়।


জয়ের আগে মরে যেন অমর হয়ে
মানুষের হৃদয়ে বেঁচে রয়।