কিছুু সময় এমনও হয় নীরবে
     নিভৃতে কাঁদে পোড়া মন।


না পারে ফেলিতে চোখের জল,
     না বলিতে পারে কিছু এই পোড়া মন।


কিছুই করার থাকেনা যখন,
     কিছু করে পুড়াইতে-
চাইনা কারো মন।


খোদার যখন ইচ্ছা পুড়িবে এই মন
     তবে পুড়ুক এই মন।
আমি পুড়াব না কারো মন।


পোড়ায় যে জন জানিতে চাই সে জন,
     কেমনে বলি বল পুড়িয়েছো এই মন।


চোখের কাঁদা দেখিতে পায় সকল,
মন পোড়া কাঁদা দেখিতে পায় কয় জন!!