চালকের দম্ভ দেখে এই -
মাতৃভূমি কেঁদে চলেছে।
কেউ বলে ভাতের বদলে
আলো খাইলে কি হয় ❓
চালক বলে পিঁয়াজ না-
খাইলে কি হয়❓


এইসব দেখে শুনে-
মানুষ কিছু হেসে চলেছে,
কেউ মুক্তির খুঁজে চলেছে,
কেউবা ভয়ে চুপচাপ।
কেউবা ঘুমের বান ধরে -
ঘুমিয়ে আছে।
এ দিকে লাখো শহীদের -
রক্তের বিনিময়ে পাওয়া প্রিয় -
মাতৃভূমির গলায় দড়ি লাগিয়ে-
অজাতশত্রু টেনে হিঁচড়ে ছুটে -
চলেছে।


কেঁদো না হে প্রিয় মাতৃভূমি -
একদিন তোমায় মুক্ত করে
ছাড়বে এ জাতী।  
ক্ষমা করে দিও যদি তোমায় মুক্ত -
করতি না পারি।