হে সৃষ্টির স্রষ্টা ! হে প্রভু ! হে রব !
         হে মোদের রক্ষা কর্তা ।।
এত সুন্দর ধরনিতে তোমার সাজিয়ে -
         গুছিয়ে পাঠিয়েছো মোদের ।
সাজিয়েছো আসমান জমিন -
        পাহাড় ও পর্বত ।
দিয়েছো উত্তম সুস্বাদু ফলফলাদি
        আরও কত'কি আহার ।
তবে কেন এই সুন্দর ধরণির মানুষ গুলো-
         করছি এত অন্যায় অপরাধ।
সৃষ্টির সেরা বানিয়ে তুমি ছেড়ে যদি দিবে !
         তবে কেন এই সেরাদের -
অশ্রেষ্ঠ সব করার ক্ষমতা তুমি দিলে !


যাদের দিলে অঢেল সম্পদ-
          অঢেল ক্ষমতা !
আজ শুধু দেখি তাদের যুদ্ধের মহড়া ।
          চারিদিকে আরো দেখি -
অসহায় মানবতার চোখ ভরা জ্বল ।।

কে করিবে রক্ষা এই সুন্দর ধরণির !
          কে থামাবে এই চোখ ভরা জ্বল
অসহায় সব মানবতার ।।  


হে আমাদের প্রভু ! তুমি রহমান-
         তুমি রহিম-
তুমি সকল ক্ষমতা । হে সৃষ্টির স্রষ্টা !
         তুমি সকল সৃষ্টির স্রষ্টা ।
তুমিই তোমার -
         এই সৃষ্টির রক্ষা কর্তা -  
তুমিই মোদের রক্ষা কর্তা ।।