দেবী তুমি পার যেমন-
   মিথ্যাকে সত্যের মত বলিতে!


অনেকে পারেনা তেমন  
   সত্যকে-ও সত্যের মত বলিতে।
অনেকের দেবী তুমি
   আমার দেবী নও!
মূর্খদের দেবী তুমি
   জ্ঞানীদের নও!  
সাজিয়ে গুছিয়ে বল তুমি
   সোজাসাপটা কত কি!


আমতা আমতা করে বলে
   বুজাইতে চাও তুমি
কতই-না সাধুনী ।


কত কথাই না বললে
    আর শুনাইলে
তবু কি পারিলে লুকাইতে?


নিজের মধ্যে লুকিয়ে রাখা
    অসৎ উদ্দেশ্য খানি !
সত্য  সে সত্য ই ! সে'যে নিজ ঘুণে-
    প্রকাশিত হবেই হবে ।
জানিনা আর কত দেখিব !
   এই ধরাতলে শ্রেষ্ঠ
ধোঁকাবাজদের খেলা আর মেলা।


মুক্তি কি পাবেনা এই ধরার
   দলিত নিপীড়িত মানবতা!