প্রিয় বন্ধু,প্রাণের বন্ধু,
   শৈশব থেকে তুমিই প্রিয় বন্ধু।
তুমি কখনো হাসাও কখনোও-
    দূর থেকে চাও।


ভাল লাগে তোমার কখনো অদৃশ্য থাকা,
   ভাল লাগে তোমার মিনমিনে হাসা।
তুমি চল যখন রাস্তা দিয়ে খুঁজে বেড়াও-
   এদিক ওদিক অপূর্ব তুলতুলে দেহী।


ভাল লাগে তোমার সব,
   তোমায় ভালবাসি বলে।
এই নিরন্তর ভালবাসা
    প্রিয় বন্ধুদের জন্যে।


একটা সময় দুজন মিলে রাস্তার ধারে-
   ঘাসে বসে মেতেছি কথার মালায়।


কখনো পাহাড়ের চুড়াই বসে,
   কখনো রেল লাইনের ধারে,


কখনো পুকুর ঘাটে আবার কখনো-
   সমুদ্রের সৈকতে বসে,
জোনাকির টিপ টিপ আলো দেখে-
   ফিরেছি ঘরে।


ভাল থাকুক বন্ধু সকল
   থাকুক সূখে দাম্পত্য নিয়ে।