তোমার কথাই ভাবি,
     আমার কথা নয় ।
ভাবি তোমার সুখের কথাই,
     আমার সুখের নই ।


আমি সেইদিন হব সুখি ,
     যেই দিন দেখবো তুমি সুখি।


সুখ যে- কি তোমার-
     থেকে শিখে নিলাম আমি ।


তাইতো বলি তোমার মত-
     করে তুমি পাবেনা'কো সুখ !
আমারও যে নাইরে সুখ।


তোমায় ভালবাসি , তাইতো -
   --তোমায় আয়না হয়ে-
ধুলু ঝাড়তে বলি ।


তুমি ভাব ! আমি তোমায়-
      কেমন কেমন করি ।


সত্যি বলতে আমি তোমায় !
     দেখি যখন সুখি হওয়ার-
আকুলতাই তোমায় করছে-
      কত যে- ক্লান্ত !


হইতু তুমি বুজছনা যে-
     কি করে বুজে নিলাম যে- এত !


আমিও যে বলবনা !
     বললে হইতু তোমার সুখ পাখিটি-
উড়ে যাবে গুরে যাবে ,
      সুখের আসা বেস্তে যাবে।


আমি চাইনা তোমার সুখ পাখিটি-
      উড়ে গিয়ে, গুরে গিয়, দূরে গিয়ে,
তোমাকে ঠকাক।


আমি চাইব তোমার সুখ পাখিটি-
       তোমারি হয়ে থাক ।


সত্যি বলি কি !!!
       আমি তোমার কথাই- ভাবি !!!
আমার কথা নয়গো সোনা !!
       আমার কথা নয় ।