হারানোর ভয় যখন থাকে আমার
   তবে কষ্ট'তো একটু দেবোই তোমায় !
হারানোর কষ্ট তুমি বুঝবেনা!


কারন হারানোর পরের কষ্ট যে কি!
   যে হারিয়েছে সেই শুধু বুঝে।

কিছু মানুষ এমনও হয়-
   যাদের কেউ সতর্ক করার থাকলেও
নিজেরা হেরেই বুঝতে যায়।


কেউ কাউকে বুঝানো সম্ভব নয়
   যদি না বুঝে নিজে।

তবে যাও হারানোর স্বাদ'টা নিয়ে নাও
   যেমন নিয়েছিলাম আমি।


হাজার বেঁধে রেখেও যদি হেরে যাও তুমি
   কষ্ট'টা কেমন পাবে জানোনা তুমি।
আমি শুধু এইটুকু জানি!
৷  তোমার কষ্টে আমি সুখী নও।